শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ রাউজানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ জুলাই সোমবার সকালে রাউজান উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাউজান কলেজ জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এরপর উপজেলা সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত জাতির পিতা বুঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দরা।এসব কর্মসূচী গুলো বৈশ্বিক মহামারী করোনা সংকটময় সময়ে স্বাস্থ্য বিধি মেনে পালিত করা হয়।রাউজান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীগ নেতা তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান বিল্পব মোহাম্মদ আবছার, ফজল করিম, চন্দ্র সেন বড়ুয়া, ফোরকান উদ্দিন সিরাজী, নাছির উদ্দিন বাদশা, সৈয়দ মোহাম্মদ আলম, বশর কোম্পানি, জাবেদ হোসেন, ডা: ফিপন বড়ুয়া, সাইফুল ইসলাম বখতিয়ার, সাইফুদ্দিন শেখর, সাইফুদ্দিন বাবর, মোহাম্মদ এরশাদ, ছাত্র নেতা এস এম আবদুল্লা আল জাবেদ প্রমুখ।দোয়া, মিলাদ মাহফিল পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন আল কাদেরী।