জামাল উদ্দিন স্বপনঃ
প্রেমিক যুগল আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রেমিক যুগলকে কোর্টে পেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে লাকসামে শ্রীয়াং গ্রামে পশ্চিম পাড়া এলাকা। ঘটনার বিবরনে জানা যায়,শ্রীয়াং হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী বিউটি আক্তার সাথী(১৬)। তার বাবার নাম শাহলম সেলিম। একই এলাকার অটো রিক্সাচালক সাইফুল ইসলামের সাথে সাথীর দীঘর্ দিন ধরে দুইজনের মধ্যে প্রেম চলছে। গত মোঙ্গলবার ভোরে সাইফুল ও সাথী দুইজন এলাকা থেকে পালিয়ে যায়। সাথী কে বাড়ীতে না পেয়ে ও আশপাশ এলাকার অনেক খোজাখুজির পরও তার সন্ধ্যান না পেয়ে সাথীর আত্বীয় স্বজনরা সামাজিক যোগযোগ মাধ্যেমে সাথীকে অপহরণ করা হয়েছে বলে একটি স্ট্যাটাস দেয়।স্ট্যাটাস পেয়ে দাউদ কান্দি থানা পুলিশ তাদেরকে আটক করে। এরপর লাকসাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। রাত ভর চলে দেনদরবার ।খবর পেয়ে যায় সাংবাদিকরা। শেষ পর্যন্ত থানা পুলিশ তাদেরকে কোর্টে পেরণ করে।