মোঃ জাহিদ হোসেনঃ লালমনিরহাটে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লালমনিরহাট জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান-এঁর সহধর্মিণী।
বৃহস্পতিবার ২৩ জুলাই বিকালে রংপুর পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ হওয়ার তথ্য সাংবাদিকদের জানায় তাঁর পরিবার।
পরিবার সূত্রে জানা যায় প্রায় ৮দিন থেকে অসুস্থ্য ছিলেন ফেরদৌসী বেগম বিউটি। এরপরে গত ৩দিন আগে কাশি ও শ্বাসকষ্ট হলে লালমনিরহাটে একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। এরপর নমুনা পরীক্ষা করার জন্য দেয়া হয় রংপুর পিসিআর ল্যাবে।
জানা যায়, ফেরদৌসী বেগম বিউটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানা যায়।