লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাটঃ
গত ২৪ ঘন্টায় নতুন করে, লালমনিরহাটে ১৩ জন করোনায় অাক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন, সিএস অফিস।
২৮ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় লালমনিরহাট সিএস অফিস জানান, লালমনিরহাটের নামাটারীতে একই পরিবাবের ৪,স্টেডিয়ামপাড়ায় ১, থানাপাড়ায় ১, অাদিতমারী উপজেলার মহিষখোচায় ২, কালিগন্জ উপজেলার কাশিরামে ২, হাতীবান্ধা উপজেলার সিংগীমারীতে ১, গড্ডিমারীতে ১ ও বড়খাতার সারডুবিতে ১ জনসহ জেলায় মোট ১৩ জন করোনায় অাক্রান্ত হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হলে তাদের দেহে করোনা সনাক্ত হয়। জেলায় ৩৭৯ জন করোনা রোগী এদের মধ্যে ২২৪ জন সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছেন। ৫ জন মারা গেছে।