জামাল উদ্দিন স্বপন
নাংগলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের কৃতি সন্তান রাজধানী ঢাকায় অবস্থান রত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এশিয়া কন্টিনেন্টাল ওভারসিজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী লোকমান শাহ উপজেলার রাজনৈতিক ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিদের জন্য আমের এ ভরা মৌসুমে আম পাঠিয়ে আম আপ্যায়ন করেছেন । লোকমান শাহ’র ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান বাছির,রায়কোট ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ছাত্র লীগ সভাপতি রাজ্জাক সুমন সহ আরো অনেক রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের জন্য এক কেরেট করে আম পাঠিয়েছেন । পাশাপাশি মিডিয়া কর্মীদের জন্য নাংগলকোট প্রেসক্লাবের জন্যও এক কেরেট আম পাঠিয়েছেন ।
মধু মাসে লোকমান শাহ’র ব্যতিক্রম আপ্যায়নে সবাই খুশি হলেও প্রেসক্লাবের আম নিয়ে একটু মৃদু প্রতিক্রিয়া রয়েছে । ক্লাবের অনেক সদস্য আমের খবর জানেনই না । প্রেসক্লাবের আম গুলো কোথায় গেল ? এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।