আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
মহামারী করোনা ভাইরাসে যখন পুরো বিশ্ব থমকে গেছে তখন বাংলাদেশ তার ব্যতিক্রম নয়।
বাংলাদেশের কয়েকটি এনজিও সংস্থার মধ্যে শক্তি ফাউন্ডেশন অন্যতম একটি মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শক্তি ফাউন্ডেশন “এক লক্ষ আহার, এক লক্ষ হাসি” এই কর্মসূচির আওতায় এক লাখ মানুষের জন্য নিয়ে এসেছে এক বেলার আহার।
দেশজুড়ে শক্তি ফাউন্ডেশনের ৩৯৬ টি শাখার কর্ম এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে এতিমখানা, প্রতিবন্ধী শিশুদের আশ্রম, বৃদ্ধাশ্রম এবং অসহায় নারীদের আশ্রমে খাবার দেয়া হবে। এছাড়াও চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ টাঙ্গাইল, গাজীপুর, জামালপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ,পাবনা, সিলেট, সুনামগঞ্জসহ শক্তির বিভিন্ন শাখা অফিসের কর্ম এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে বিশেষভাবে এই কর্মসূচি পালন করা হবে।
তার ধারাবাহিকতা অনুযায়ী চট্টগ্রাম জেলার ২৪টি শাখায় ৬০০০ মানুষকে এক বেলা আহার দিবেন শক্তি ফাউন্ডেশন।
জানতে চাইলে কোতয়ালী এরিয়া সুপারভাইজার মুহাম্মদ নুরুন্নবী বলেন, কোতয়ালী এরিয়াতে যেসব এতিম, ক্ষুতপিপাসু মানুষদের এক বেলা আহার দেয়া হবে এবং তাদের তালিকা করা হয়েছে।
তিনি বলেন,আগামী ৩ তারিখ সোমবার তালিকাভুক্ত অনাহার মানুষদের এক বেলা আহার, তাদের নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দেয়া হবে। শক্তি ফাউন্ডেশন এর সকল কর্মচারী এই কাজে নিয়োজিত থাকবেন।
জানতে চাইলে জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলার সব শাখায় আগামী ৩ তারিখ সোমবার তালিকাভুক্ত অনাহার মানুষদের এক বেলা আহার দিবেন শক্তি ফাউন্ডেশন।
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপ এর কারণে চট্টগ্রাম জেলার প্রত্যেক কর্মচারীদের আবাসন ত্যাগ না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
আতাহার ইকবাল জানান, এক বেলা আহার শক্তি ফাউন্ডেশনের এটি একটি কালজয়ী সিদ্বান্ত।
তিনি বলেন, শক্তি ফাউন্ডেশন সবসময় হতদরিদ্র, অনাহার ও পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করেছেন এবং কাজ করে যাবেন।