নইন আবু নাঈম, বাগেরহাটঃ
শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শরণখোলা সরকারী অনার্স কলেজের ক্রীড়া শিক্ষক বাবুল দাসের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৬ জন ও ১ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক যুগান্তর ও পূর্বাঞ্চল পত্রিকার শরণখোলা প্রতিনিধি ও শরণখোলা সরকারী কলেজের শিক্ষক বাবুল দাস গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। ১৪ জুলাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে শনিবার সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, পর্যন্ত শরণখোলা থেকে পরীক্ষার জন্য ২৪৯ জনের নমুনা পাঠানো হয়েছে এবং ২০৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ৩৬ জন করোনা পজেটিভ হলেও উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আবুল কাশেম খলিফা মৃত্যুবরণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। ইতিমধ্যে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ জনকে জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানান।