সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
আজ ২১ শে জুলাই সকাল ১০.০০ টায় সাতকানিয়া উপজেলা চত্বরে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আলম ও তার সহযোগীদের গ্রেফতারের ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের বৃহত্তর সাতকানিয়া ঐক্য পরিষদ।
সংগঠনটির প্রধান আহ্বায়ক খোরশেদ আলমের নেতৃত্বে সংগঠনটির অন্যতম এডমিন আকাশ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আহত নুরুল আজমের স্বজনরা,আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া ভোয়ালিয়া পাড়ার ঐতিহ্যবাহী সংগঠন থানার ঘাঠ ইয়ং সোসাইটির সম্মানিত উপদেষ্টা ইলিয়াস, সাতকানিয়ার ঐতিহ্যবাহী সংগঠন সাতকানিয়া যুব ঐক্য কাফেলার সাধারণ সম্পাদক সালাউদ্দিন সোহেল ও আইন সম্পাদক জমির উদ্দিন ভোয়ালিয়া পাড়া, সানরাইজ বয়েজ ক্লাবের প্রচার সম্পাদক জুনায়েদ, চরপাড়া ইসলামি তরুণ জাগ্রত একতা সঙ্গের সভাপতি রনি সহ নকিব, সাইয়মন রিয়াদ, হৃদয় সহ বিভিন্ন রাজনৈতিক ও , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সমাজ, যুব সমাজ, এবং স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন,নুরুল আজমকে
হামলার ১ সপ্তাহ পার হয়ে গেলেও মাদক ব্যবসায়ী জানে আলম প্রকাশ ( ইয়াবা আলম) এর বিরুদ্ধে এখনও কোন প্রকার প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বরং হামলা করার পর এখনও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেডাচ্ছে এই মাদক কারবারি ও তার সহযোগীরা।
মানববন্ধনে বক্তারা অভিযুক্ত জানে আলম ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য ৩ দিনের আল্টিমেটাম দেন প্রশাসনকে। অন্যথায় কঠোর কর্মসূচীতে যাওয়ার হুশিয়ারী দেন এবং সাতকানিয়ায় যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালনার আহবান জানান।