সাতকানিয়া প্রতিনিধি :
উপজেলার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান তসলিমা আবছার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৪ জুলাই (শুক্রবার) দুপুরে তাঁর নমুনার রিপোর্ট পজিটিভ আসে।
বুধবার (২২ জুলাই) তার মাঝে করোনা উপসর্গ জ্বর-সর্দি-কাশি দেখা দেয়ায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন।
বিষয়টি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আরিফ খাঁন গণমাধ্যমকে নিশ্চিত করেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেরানীহাটস্থ উত্তর ঢেমশা এলাকায় নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানি বলেন, চেয়ারম্যানকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। অপরদিকে এ সময় কোন ধরণের খারাপ লক্ষণ দেখা দিলে সাথে সাথে আমাকে ফোন করে পরামর্শ নিতে বলা হয়েছে।