জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : করোনা কালীন সময়ে বাংলাদেশ পুলিশের ভূমিকা প্রশংসনীয়। তাই সেবা দিতে গিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনায় আক্রান্ত হওয়া পুলিশ সদস্যদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছে জেলা পুলিশ সুপার ।
মঙ্গলবার সকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের এর নেতৃত্বে আক্রান্ত পুলিশ সদস্যদের আইসোলেশন ইউনিটে আনারস, মাল্টা, আপেল, ফেয়ারা সহ বিভিন্ন রকমের মৌসুমি ফল পৌঁছে দেওয়া হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, সেবা দিতে গিয়ে হাতিয়ায় এ পর্যন্ত ৮জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। আমরা সবসময় সকলের খোজ খবর নিচ্ছি। বর্তমানে ৫জন পরিপূর্ণ সুস্থ হয়েছেন। অন্য ৩জন অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।