1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পারিবারিক শিক্ষা সন্তানের মানুষ হওয়ার প্রথম প্ল্যাটফর্ম। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখাল বাংলাদেশ চৌদ্দগ্রামে হালচাষের সময় ট্রাক্টর উল্টে হেলপার নিহত ডাকসুতে নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক.. নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব নাঙ্গলকোটে দ্বীন শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী ( সঃ) পালিত সৈয়দপুরের কামারপুকুর ইউপি চেয়ারম্যানের দূর্নীতির তদন্ত ও বিচার চেয়ে ডিসির কাছে মেম্বারদের আবেদন  ডাকসু নির্বাচন : ত্রিমুখী লড়াইয়ের আভাস কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

পারিবারিক শিক্ষা সন্তানের মানুষ হওয়ার প্রথম প্ল্যাটফর্ম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৫০ বার

পারিবারিক শিক্ষা বলতে আমরা সেই শিক্ষাকে বুঝি যা একজন মানুষ তার পরিবার থেকে পেয়ে থাকে। শিক্ষা মূলত দুই প্রকার। যথা- আনুষ্ঠানিক শিক্ষা এবং অনানুষ্ঠানিক শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষা মানুষ কোনো প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকে। যেমন – বিদ্যালয়। আর অনানুষ্ঠানিক শিক্ষা মানুষ তার জীবনের চলার পথ থেকে পেয়ে থাকে। মানুষ তার পরিবার থেকেই সবচেয়ে বেশি অনানুষ্ঠানিক শিক্ষা পেয়ে থাকে। পরিবার যদি সুশিক্ষিত হয়, আধুনিক ও বিজ্ঞান মনস্ক হয়, ধার্মিক ও নৈতিকতাবোধ সম্পন্ন হয় সেই পরিবারের সন্তানেরাও এসব গুণসম্পন্ন হয়ে গড়ে ওঠে। হয়ত কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় কিন্তু ব্যতিক্রম কখনোই উদাহরণ হয় না। সন্তান সৎ ও অসৎ-এর পার্থক্য, অবিচার ও ন্যায় বিচারের পার্থক্য, বিধিনিষেধের পার্থক্য, হালাল-হারামের পার্থক্য,এবং মানবিক-অমানবিকের পার্থক্য তার পরিবার থেকেই বুঝতে শিখে। পরিবারের পূর্বসূরীরা যদি অসৎ, দুশ্চরিত্র, ঘুষখোর, হারামখোর,অধার্মিক, নেশাখোর ও অবিচারক এবং অত্যাচারী হয় তাহলে তার উত্তরসূরীরা কখনোই আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে না। আপনি যদি আপনার সন্তানের সামনে অবিচার, অসৎ কাজ করেন, নেশা করেন, অমানবিক কাজ করেন, ঘুষ খান, হারাম খান এবং অত্যাচার করেন তাহলে আপনার সন্তানও এসব শিখতে বাধ্য। কারণ পারিবারিক শিক্ষাই সন্তানের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আপনি সন্তানের সামনে বসে খারাপ কথা উচ্চারণ করবেন আপনার সন্তানও খারাপ কথা উচ্চারণ করবে। এই যে মহাদুর্যোগ করোনাকালে মানুষ বিবেকহীনের মত কাজ করছে। কেউ করোনা পরীক্ষা নিয়ে ব্যবসা করছে, কেউ বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়ে অসহায় মানুষকে বিপদে ফেলছে, দরিদ্র মানুষের ন্যায্য পাওনা ত্রাণ চুরি করছে, করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে আগ্রহ দেখাচ্ছে না, , করোনায় মৃত্যবরণকারীদের নিজ গ্রামে কবর বা সৎকার করতে বাধা দিচ্ছে। কিন্তু কেনো এসব ঘটছে? এর মূলে গিয়ে দেখবেন এসব মানুষের পারিবারিক শিক্ষার চরম অভাব রয়েছে। আপনি যদি সন্তানের সামনে কারো বিপদে এগিয়ে আসেন, সন্তান অন্যের বিপদে এগিয়ে আসার শিক্ষা লাভ করবে, আপনি যদি সন্তানের সামনে ধর্মীয় কাজ করেন, সত্য কথা বলেন, ওয়াদা রক্ষা করেন, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করেন, আপনার সন্তানও এসব গুণ অর্জন করবে এবং তার জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করবে। সন্তান বড় ডাক্তার, ইন্জিনিয়ার, কানাডা-আমেরিকায় থাকে বা বড় কোনো কোম্পানির মালিক অথচ পিতা-মাতা বৃদ্ধাশ্রমে থাকে, বুড়ো বয়সে খেয়ে না খেয়ে, বিনা চিকিৎসায় মারা যায়। এসব ঘটার কারণ সন্তানকে প্রকৃত পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হয় নি যদিও তার বড় বড় ডক্টরেট ডিগ্রি আছে। তাই আসুন পরিবারকে সুশিক্ষিত, আধুনিক ও বিজ্ঞান মনস্ক,এবং ধর্মীয় ও নৈতিকতার গুণসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি এতে সন্তানেরও সুন্দর ভবিষ্যৎ রচনা হয়ে যাবে।

লেখক,
জসিম বেপারী
সহকারী শিক্ষক
১১৫নং আলহাজ্ব সৈয়দ আতাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
কালকিনি, মাদারীপুর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net