ভুক্তভোগীঃ
রাত ১০ টা ৪০ ঢাকা থেকে ফেনী,
সিটও ডাবল যেতে হবে ভাডাও ডাবল দিতে হবে প্রতিবাদ করলেই নাজেহাল। আছে ভাডা করা ক্যাডার বাহিনি অনেক সময় একাই প্রতিবাদ করি, দেখি ভাডাকরা ক্যাডারভুক্ত লোক হাজির আর যাত্রীরা ভয়ে সবাই মহিলা হয়ে গেলেন। ১০ থেকে ১২ জন ক্যাডার কেউ আমার হাতের মোবাইল কেই ব্যাগ কেই মানিব্যাগ নিয়ে যায় মনে হলো আমি অনেক বড অপরাধ করছি,নিজের পরিচর দিলাম সাংবাদিক তবু মনে কিছু করছে না বলে যে ১০০ টাকা চাদাবাজি করতে আসছি। ক্যাডারের মধ্য এবার কেউ একজন নিজেকে পুলিশ বলছে। আবার যাত্রীও বলে আবার এস্টাব বলে। অনেক যুদ্ধের পরে একমাত্র আমি ৪৩০ টাকাদিয়ে সিঙ্গেণ টিকেট সিয়ে আসি। কোন অপরাধের কাছে মাথা নোয়াবোনা নিজেও কোন অপরাধ করিনা। পরে জিএম অপারেশন মফিজ ভাই এসে দুঃখ প্রকাশ করেন। আমাকে একা সিঙ্গেল টিকেট কাটিয়ে দেন।
আমার গাডিতে সবাই ৭০০ টাকা দিয়ে ডাবল সিটে আসেন এমন জুলুমবাজ দেশে চলেই করনো আরো থাকবে। মানুষের মৃত্যুর ভয়করা দরকার
সরকারের উচিত হয় আইন মানতে ব্যাধ্য করা, না হয় আগের ভাডায় পিরে যাওয়া,তবে সেনা বাহিনী মাধ্যমে কয়টা চেক পোস্ট দেয়া দরকার তা হলে সবাই ঠিক হয়ে যাবে দেশের জনগণ মনে করে।