উত্তম অরণ:
রাজনীতির কুট কৌশল। মনীষা চক্রবর্তী বাম রাজনৈতিক নেতা। তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (বাসদ) এর বরিশাল বিভাগের সমন্বায়ক। গত কালা কোরবানির দিনে মানবতার নাম করে কোরবানি দিয়ে মাংস বিতরণ করেন, যা হিন্দু হয়ে কাম্য নয়। বাম রাজনীতির বিপরীতে মানবতাবাদী নামে রাজনীতি শুরু করে পক্ষান্তরে ধর্মকে অপমান করছে। কেউ ইসলাম ধর্ম সম্পর্কে সামান্য তম কটুক্তি করলে তার নামে মামলা হয়। অথচ মনীষা চক্রবর্তী তারছে বড় অন্যায় করছে মানবতার নামে কোরবানি কে নিয়ে রাজনীতি করে। কারণ কোরবানিতে আপনি এমন একটি মানুষ খুঁজে পাবেন না যে কোরবানি মাংস পায়নি, ইসলামে জাকাত বাধ্যতা মূলক ধর্মিয় অনুশাসন। ধনী গরিব সবার জন্যে মাংস বন্টন করা হয় ইসলামী রীতি অনুযায়ী, সেখানে মানবতার নামে মনীষা ইসলাম নিয়ে তামাশা করছে, ইসলামি জাকাত ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে এই কূটকৌশল বলে সচেতন মহল মনে করেন।