1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে মুরগীর খামার নির্মাণ, এলাকাবাসী ক্ষুদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

খুটাখালীতে মুরগীর খামার নির্মাণ, এলাকাবাসী ক্ষুদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬০৭ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়ায় নীতিমালা উপেক্ষা করে গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় খামার স্থাপন করা হয়েছে।

হাঁস-মুরগির খামার নির্মাণে সু-নির্দিষ্ট নীতিমালা আছে।
নীতিমালায় বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না।

কিন্তু নিয়ম-কানুনের তোয়াক্কা না করে এক ব্যক্তি লোকালয়ে খামার গড়ে তুলেছে।
ফলে খামারটি চালু হলে ওই এলাকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হবে। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।

খুটাখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়া এলাকায় লোকালয়ে শফি আলম নামে একজন গড়ে তুলেছে মুরগি খামারটি। খামারটি সেডের নিমার্ণ কাজ শেষ হয়েছে। খামারটি চারপাশে প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস।

খামারটি ওই এলাকার মৃত হাজী কালা মিয়ার পুত্র ছৈয়দ আলমের বাড়ি লাগোয়া।
এতে এলাকাবাসী চরম ক্ষুদ্ধ হয়েছে।

ছৈয়দ আলম অভিযোগ করেন, ‘খামারটির কার্যক্রম শুরু হলে মুরগির বিষ্ঠার দুর্গন্ধে থাকা অসম্ভব হবে। খামারটি থেকে তাঁর বাড়ির দূরত্ব ১০গজ।
আর আশপাশে আরো দেড় শতাধিক পরিবারের বসবাস রয়েছে। খামারটি চালু হলে বর্জ্যেও দূর্গন্ধে বসবাস করা কষ্টকর হবে।
এর রোগজীবাণু চারদিকে ছড়িয়ে পড়বে এবং একই সাথে পরিবেশ দুষণ হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়বে।’

ছৈয়দ আলম আরো বলেন, ‘খামারের মালিককে একাধিকবার নিষেধ করার পরও দাপট দেখিয়ে এটি নির্মাণ করেছে।
এছাড়াও শফি আলমের বসতভিটার গাছপালা আমার ঘরে উপর পড়ে টিন নষ্ট হয়ে যায় ও ইতিমধ্যে গাছ পড়ে বাথরুম ভেঙে গেছে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছিল। তারা ব্যবস্থা নেননি। বিষয়টি মিমাংশা না করে অভিযোগটি দীর্ঘদিন বিচারাধীন রেখে দিয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক ব্যক্তি বলেন, নীতিমালা অনুযায়ী একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে।

খুটাখালী ইউপির চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘এবিষয়ে আমি অবগত নই। করোনা ভাইরাসে লকডাউনের সময়ে বিচার কার্যক্রম বন্ধ থাকায় বিষয়টি খোঁজ নিলে বিস্তারিত জানতে পারব।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘এই সংক্রান্ত কোন অভিযোগ আমার হাতে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net