জেসমিন বাপ্পী, চট্টগ্রাম প্রতিনিধি:
আগামী ০১ আগস্ট বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট কর উপদেষ্টা ও সমাজসেবক মরহুম লুৎফুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, লায়ন্স ক্লাবসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে আমৃত্যু সংশ্লিষ্ট ছিলেন।
উল্লেখ্য ১৯৭২ সালে মরহুম লুৎফুর রহমানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ঘাসফুল উন্নয়নযাত্রা শুরু করে। মরহুমের ২০তম মৃত্যুবার্ষিকীতে ঘাসফুল পরিবার তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করেন।
মরহুম লুৎফুর রহমান ১৯২৫ সালে নওগাঁ জেলার নিয়ামতপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে একজন খ্যাতনামা কর-উপদেষ্টা ছিলেন।