ঝিনাইদহ প্রতিনিধিঃ
নতুন করে আক্রান্ত ৫৩ জনসহ ঝিনাইদহে আজ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ১১২৮ জন, মারা গেছে ১৮ জন এবং সুস্থ্য হয়েছেন ৬৪১ জন। হাসপাতালে ভর্তি আছে ২১ জন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, চলতি মাসের ৫ ও ৬ তারিখে প্রেরণ করা নমুনার মধ্য থেকে রবিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১২৮ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ৫৩ টি পজেটিভ এবং ৭৫টি নেগেটিভ। নতুন করে আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৩৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, মহেশপুর ৩ জন ও কোর্টচাঁদপুর উপজেলায় ১ জন।
উপজেলা ভিত্তিক এপর্যন্ত মোট আক্রান্তে মধ্যে সদর উপজেলায় ৫৩৭ জন, কালীগঞ্জ উপজেলায় ২৯৭ জন, শৈলকুপা উপজেলায় ১৩০ জন, মহেশপুর ৪২ জন, কোর্টচাঁদপুর ৭৫ জন এবং হরিণাকুন্ডু উপজেলায় ৪৭ জন।
উল্লেখ্য, এ জেলার সদর উপজেলার একজন নারী এবং কালিগঞ্জ উপজেলার একজন পুরুষ গত মে মাসের ২৫ তারিখে প্রথম করোনা রুগি শনাক্ত হয়।