ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কোর্টচাঁদপুর উপজেলার দরগাপাড়ার সবজি বিক্রেতা তোফাজ্জেল হোসেন টুকু’র তিন বছর বয়সী শিশু কন্যা জান্নাতুন নিসা খুনের রহস্য উন্মোচন করেছে কোর্টচাঁদপুর থানা পুলিশ।
মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে তাকে ধারালো বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যেতে সক্ষম হয় সন্দেহভাজন পেশাদার খুনি ৬৫ বছরের কেসমত ফকির ওরফে দুলাল ফকির নামের ঔ বাড়ির এক ভাড়াটিয়া।
কোর্টচাদপুর থানা পুলিশ জানায়, গত ১১ মার্চ নিজ বাড়িতে ভাড়াটিয়ার কক্ষে নৃশংসভাবে শিশু নিসা খুন হয়। মৃত্য নিশ্চিত করার উদ্দেশ্যে তাকে টুকরো টুকরো করে রেখে খুনি পালিয়ে যায়। সন্দেহ ভাজন এই খুনির কোন নাম ঠিকানো বা ছবি সংগ্রহ করতে না পারায় খুনিকে শনাক্ত বা প্রেফতার করতে দিশেহারা হচ্ছিল পুলিশ।
সাম্প্রতিক যশোরের অভয়নগর থানার ধোপাদি এলাকার ফেরিওয়ালা কর্তৃক আলোচিত সুহাসিনী হত্যা খুনের ঘটনায় সংবাদপত্রে খুনির ছবি প্রকাশিত হয় এবং তা কোর্টচাঁদপুর থানা পুলিশের হাতে পৌঁছে। পুলিশ সুহাসিনী খুনের গ্রেফতারকৃত খুনির চেহারা নিসা হত্যা খুনির চেহারার বর্ণনার সাথে মিল খুঁজে পায়। তখন সেই খুনির ছবি নিসার পিতাকে দেখানো হয় এবং নিসার পিতা তাকে শনাক্ত করে। এরপর শিশু নিসা খুনের অসামি হিসাবে তাকে শোন এ্যারেষ্ট দেখানো হয় এরং ১০ দিনের রিমান্ড চওয়া হয়। আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। দুই দিনের রিমান্ডে কেসমতের স্বীকার উক্তির মাধ্যমে জানা যায়, সবজি বিক্রেতার প্রথম পক্ষের পুত্রবধু সালমা কেসমতকে বিশ হাজার টাকা দেয় শিশু নিসাকে হত্যা করার জন্য। কেসমতের স্বীকার উক্তি অনুযায়ী পরবর্তীতে সালমাকে প্রেফতার করা হয়। গ্রেফতারের পর সালমা পুলিশকে জানায় তার সৎ শাশুড়ি নিসার মাকে পাগল বানাতে নিসাকে হত্যার পরিকল্পনা করে সালমা।
পুলিশ আরও জানায় কেসমতের বাড়ি রাজবাড়ি জেলায়। প্রাথমিকভাবে সে দুইটি খুনের কথা স্বীকার করলেও সে আরও খুন করেছে কিনা সেটা জানার চেষ্টা করা হচ্ছে ।