এফ এ নয়ন,গাজীপুর প্রতিনিধি:
টংগীতে শোক দিবস উপলক্ষে অবহেলিত, নিপীড়িত ও শোষিত মানুষের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও অনগ্রসর বেদেদের ভাতা কার্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকালে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে শহর সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এই বয়স্ক, বিধবা ও অনগ্রসর বেদেদের ভাতা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর ২ আসনের সাংসদ, ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা আমানউল্লাহ। অনুষ্ঠানে প্রায় ৩ হাজার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও বেদে সম্প্রদায়ের হাতে ভাতার কার্ড প্রদান করা হয়।