সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে (এনসিসিআই) জাতীয় শোকসভা পালন করা হয়। শনিবার (১৫ আগষ্ট) বাদ আছর নরসিংদী এনসিসিআই এর আয়োজনে চেম্বার ভবনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআনখানী, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মো. আলী হোসেন শিশির (সিআইপি) প্রেসিডেন্ট এনসিসিআই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া (চেয়ারম্যান জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ), সহসভাপতি জাকির হোসেন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোমেন মোল্লা সরকার, আলহাজ্ব মো. এমএ হালিম, বাবু প্রবীর কুমার সাহা, আলহাজ্ব হেলাল মিয়া, আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন, মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জনাব আনিছুর রহমান ভূইয়া, নূরে আলম সিদ্দিকী, জাহিদুল ইমলাম, আল আমিন ভূইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রায় পাঁচ শতাধিক দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।