মাহবুবুর রহমান : নোয়াখালীতে মাদকসহ আটক কৃত আসামি জেলা গোয়েন্দা পুলিশের হাজত থেকে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতার করেছে জেলা জেলা পুলিশ ডিবি।
শনিবার রাতে জেলা শহরের সাতয়ানী পুকুর পাড় থেকে দীর্ঘ ৭২ ঘন্টার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটকৃত আসামী নুরনবী হোসেন রাকিব (২২)বেগমগঞ্জ থানার দরাপুর গ্রামের শফিউল্লাহর ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী ছিল। তাকে গত ৫ তারিখে আটক করে হাজতে রাখলে সে হাজত থেকে পালিয়ে যায়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা ডিবি অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানান, সে পালিয়ে যাওয়ার পর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আমরা আটক করি। তার বিষয়ে দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি পালানো অন্যটি মাদকের।