পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় শেষ মুহূর্তে পশুর হাটগুলো গরুশূন্য হয়ে পড়েছে। যে অল্প সংখ্যক আছে তার দামও বেশি। বাজারে গরুর চেয়ে ক্রেতা বেশি। হাটগুলোতে গিয়ে কাঙ্খিত গরু পাচ্ছেন না শত শত মানুষ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর্যন্ত অবস্থা স্বাভাবিক ছিল রাত থেকে পটিয়া পশুর হাটগুলোতে গরুর জন্য হাহাকার শুরু হয়। রাত বাড়ার সাথে সাথে গরুশূন্য হতে থাকে পশুর হাটগুলো।
শুক্রবার সকাল ১০টার দিকে স্থায়ী গরুর হাট পটিয়া নতুন থানা হাট, ঐতিহ্যবাহী পটিয়ায় স্কুল মাঠ, শান্তির হাট, গিয়ে দেখা গেছে, ৫০টি গরু আছে। এই গরুগুলোর মধ্যে বেশিরভাগই বড়। ছোট ও মাঝারি গরু নেই বললেই চলে। যে কয়েকটি আছে, দাম অস্বাভাবিক চড়া।
পটিয়ায় আসা বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলে দেখা যায়, অধিকাংশ ক্রেতারাই মধ্যবর্তী ফ্যামিলি যাদের গরু এখন মাঠে নেই। গরুর দাম বেশি হওয়ায় মধ্যম ফ্যামিলিরা চিন্তায় পড়ে গেছে কোরবানি দেওয়া নিয়ে। এছাড়াও যারা দুইটা গরু দিয়ে কোরবানির দেয় তারাও চিন্তায় আছে। কারণ বড় গরুটা কিনে ফেলেছে কিন্তু ছোট গরুতো পাচ্ছে না বাজারে ।