কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : চলমান করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ নন-এমপিও কারিগরী, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার হাটহাজারী উপজেলার ১০৬ শিক্ষক ও ২০ কর্মচারী মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে সহায়তা পেয়েছেন।
রোববার (৯ আগস্ট) হাটহাজারী উপজেলা পরিষদ কনফারেন্স হলে হাটহাজারী উপজেলার ১০৬ জন শিক্ষক’কে ৫ হাজার এবং ২০ জন কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা করে আনীত সহায়তা হস্তান্তর করেন হাটহাজারী ইউএনও মো. রুহুল আমিন।
চেক প্রদানের সময় হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আজম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় হাটহাজারীর ১২৬ জন শিক্ষক-কর্মচারীকে মোট ৫ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
প্রসঙ্গত, কোভিড-১৯এর কারণে ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম জেলার নন-এমপিও কারিগরী, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মোট ১৮৭৫ শিক্ষকের জন্য ৫ হাজার টাকা করে এবং ২৪৯ কর্মচারীর জন্য আড়াই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মোট ৯৯ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী।
সেই বরাদ্দ থেকেই হাটহাজারী উপজেলার ১০৬ শিক্ষক এবং ২০ কর্মচারী উল্লেখিত সহায়তা পেলেন