মোঃসাইফুল্লাহ ঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জির ভাই বাবুল চ্যাটার্জি ও সুকান্ত চক্রবর্তির ওপর ভূমিদস্যূদের হামলা ও মারধরের প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ,হিন্দু, বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ ও শ্রীপুর উপজেলা যুবঐক্য পরিষদ৷ আজ ১৩ আগষ্ট বিকেলে মাগুরা শ্রীপুরের ঐতিহাসিক বটতলার মোড়ে শ্রীপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শিশির শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যকান্ত বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অপূর্ব মিত্র, নারায়ণ চন্দ্র বিশ্বাস, সুজিত ঘোষ, রথিন্দ্র নাথ রায়, সুপেনন্দ্র নাথ রায়, বিদ্যুৎ সরাজেশ চন্দ্র গোপালসহ আরো অনেকে।মানববন্ধন শেষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।