বাঁশখালী সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ভাদালিয়া হারুন বাজারস্থ ঐতিহ্যবাহী দ্বীনি ও অাধুনিক শিক্ষা সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসা’র উদ্যোগে প্রতিবৎসরের ন্যায় এতিম শিক্ষার্থী, এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ইদের দ্বিতীয় দিনে (২ আগস্ট) ৩শতাধিক পরিবারে কোরবানীর গোশত বিতরণ করা হয়।
রবিবার সকাল ১০ থেকে গরু জবাই ও পরবর্তী গোশত বিতরণ মাদরাসা ক্যাম্পাসেই শিক্ষার্থী ও এলাকার দুস্থদের স্বতঃস্ফূর্ত অংশগ্রণে কোরবানীর গোশত বিতরণ সম্পন্ন হয়েছে।
বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক বলেন, ‘প্রতিবৎসরের ন্যায় এ বছর করোনার মতো মহামারিতেও এতিম শিক্ষার্থী, এলাকার অসহায়, দুস্থদের মাঝে কোরবানীর গোশত বিতরণ করতে পেরে আল্লাহর শোকরিয়া আদায় করছি। এ বৎসর ক্যাম্পাসে কোরবানীর দ্বিতীয় দিনে ৮ টি গরু জবাই করা হয়েছে। এসব যথাযথভাবে বন্টন করা হয়েছে। যারা গোশত বিতরণ অবধি সার্বিকভাবে সহযোগীতা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।