আব্দুল করিমঃ চট্টগ্রামের স্বনামধন্য অনলাইন ভিত্তিক মানবিক ও সামাজিক সংগঠন “বড়হাতিয়া ব্লাড ব্যাংক” এর ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।
সংগঠনের নীতি নির্ধারণী ফোরাম এর সিদ্ধান্ত অনুযায়ী যে ১২ জন কার্যকরী সদস্য হিসেবে যোগ্যতা অর্জন করে তারা হলেন:-
তাওহিদুল ইসলাম সাকিল,আরমান সিদ্দিক সাঈদ, মুহাম্মদ ফোরকান, সাকিবুল ইসলাম,এহেছানুল বিন ঈসমাইল,ফরজানা আক্তার কলি,সাজ্জাদ হোসেন,সাইদুল ইসলাম,আব্দুল মজিদ,সাইমুন ইসলাম, সোহেল হোসেন ও আবরার মুহাম্মদ ফাহিম প্রমুখ।
উল্লেখ্যঃ সংগঠনটির গোড়াপত্তন হয় ২০১৯ সালের ঐতিহাসিক ৭ই মার্চ ৬জন উদীয়মান তরুণ ছাত্রের হাত ধরে। সেই থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখার মাধ্যমে জনমণে সুনামের সহিত জায়গা করে নেয় সংগঠনটি।
এযাবৎ শত শত মানুষকে কয়েকহাজার ব্যাগ ব্লাড ম্যানেজ করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মাহফিলে সচেতনতার সহিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়,কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপন, চিকিৎসা বঞ্চিত মানুষকে আর্থিক সহায়তা প্রধান, অসহায় শিক্ষার্থীর মাঝে বস্ত্র বিতরণ, করোণাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ সহ নানান কাজের উদ্যোগ নেয় অত্র সংগঠনটি