মোঃ সাইফুল্লাহ:
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের বাশোঁ গ্রামের সালাম মন্ডল(৬৩),ইয়াকুব মন্ডল(৫৮) ও মাসেম মন্ডল(৫৫) এই তিন ভাইয়ের ২০ শতাংশ জমির ধান ক্ষেত থেকে ধানের চারা উপড়ে ফেলেছে তাদের প্রতিপক্ষ একই গ্রামের আসাদ মোল্যা ও তার লোকজন।
সালাম মন্ডল বলেন, দীর্ঘ ৩৫ বছর যাবৎ আমরা এই জমি চাষ করে আসছি।এটা আমাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু হঠাৎ আসাদ মোল্যা এই জমির মালিকানা দাবি করছে। ২৩ তারিখ রবিবার আমরা ওই জমিতে ধান লাগানোর পর আসাদ ও তার লোকজন গিয়ে ধান ক্ষেত নষ্ট করে ফেলেছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী আনান মোল্যা বলেন রবিবার আমি ওই জমির পাশেই ছিলাম। আনুমানিক বেলা সাড়ে১১টার দিকে আসাদ মোল্যা(৩৫),মাসুদ(২৫),আকাশ(১৮),আরাফাত (২৫),শিহাব(২৫) এরা ওই জমিতে গিয়ে ধান ক্ষেত থেকে লাগানো ধানের চারা তুলে ফেলে দেয় এবং পাশের জমি থেকে ঘাস পাতা এনে ধানের মধ্যে ছড়িয়ে দেয়।
এই ঘটনার বিবাদী আসাদ মোল্যার ভাই মাসুদ মোল্যাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, আমার ওই জমিতে গিয়েছিলাম, ওই জমিটা আমাদের। ওই জমিতে আমরা ঘাস ছড়িয়ে দিয়েছি।
বাবুখালী ক্যাম্পের এ এস আই আরিফ হোসেন বলেন,এ ব্যাপারে আমরা একটা অভিযোগ পেয়েছি- তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।