শাহাদাত হোসেন,রাউজানঃ
সুলতানপুর ৫০শয্যার আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হয়ে ছাত্রলীগ নেতাসহ দু”করোনা রোগী বাড়ি ফিরে যাওয়ার সময়ে সংবর্ধনা দেয়া হয়েছে। ১২ আগষ্ট বুধবার দুপুরে এই সংবর্ধনা দেয়া হয় হাসপাতাল প্রাঙ্গনে। দু”জনকে করতালি,ফুল ও উপহার দিয়ে সংবধিত করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র সাংসদের মূখপাত্র জমির উদ্দিন পারভেজ।এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু মোরশেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক তানভীর হাসান চৌধুরী, নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির কাঞ্চন,রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ প্রমুখ ।