আবদুল্লাহ আল মারুফঃ সামাজিক উন্নয়ন ও রক্তের চাহিদা মেটাতে বরুড়ার লক্ষীপুর ইউনিয়নের সামাজিক সংগঠন ‘লক্ষীপুর ইউনিয়ন ব্লাড ব্যাংক’ প্রতিষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই (সোমবার) অনলাইনের মাধ্যমে প্রথমে সংগঠনটি যাত্রা শুরু করে। নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে, ২ আগষ্ট (রবিবার) বিকাল ৩ টায় সংগঠনটির প্রথম মতবিনিময় ও কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর ইউনিয়নের সাবেক ছাত্র নেতা হাফিজুর রহমান সলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উদ্দ্যোক্তা ও লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, লক্ষীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন,মাদ্রাসা শিক্ষক বিল্লাল হোসেন, জালাল সাজু গোলাম ফারুক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল কাদের, শিক্ষক খোরশেদ আলম,আবুল কাসেম রিশাত, মোঃ সহিদ, সোহেল সহ লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ।
পরে উদ্দ্যোক্তা মোহাম্মদ আলীকে আহবায়ক, তাজুল ইসলাম মজুমদার, ফারুক হোসেন মিয়াজী, সাইফুল ইসলাম সেলিম ও বিল্লাল হোসেন আরজুকে যুগ্ম আহবায়ক,ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাককে সদস্য সচিব করে সংগঠনের তিন মাসের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক রাজের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।