মোঃজাহিদ হোসেন:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে লিমা আক্তার (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তরুণী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম এলাকার মংলু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, কাউকে না জানিয়ে ১১ আগস্ট রাতের বাড়ি থেকে অভিমান করে চলে যান তরুণী লিমা আক্তার। পরে ওইদিন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার। এর একদিন পরে ১২ আগস্ট বিকালে বাড়ি থেকে প্রায় ৮০০ মিটার দূরে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।