নিজস্ব প্রতিবেদনঃ চট্টগ্রামের লোহাগাড়ায় নানা কর্মসুচী আয়োজনের মাধ্যমে জাতির জনকের ৪৫তম শোক দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে ১৫ আগষ্ট (শনিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। সকাল ১১ টায় উপজেলা পরিষদ জামে মসজিদে ৫শ’ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল গফুর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা হাজ্বী মাহমুদুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক আবু ইউসুফ, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশীদ চৌধুরী, নুরুল আবছার, সলিল কান্তি বড়ুয়া, হারুনুর রশিদ রাসু, নুরুল হক, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আহমদ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, মিরান হোসেন মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, শ্রমিকলীগের দপ্তর সম্পাদক মো : হোসেন মাসুম, আওয়ামী লীগ নেতা আক্তার কামাল পারভেজ, কাজী রায়হান, ফজলুল কাদের, নাজিম উদ্দিন, ফয়েজ আহমদ ও লাবলু প্রমুখ।
এদিকে, দুপুর ১টায় কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কলাউজান হরিনাবিল এলাকায় শোকদিবসের আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মিরান হোসেন মিজান, জাহাঙ্গীর আমিন, ডা: আশুতোষ নাথ, আব্দুল কুদ্দুছ সিকদার, ডা : মধুসূদন চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা পুলিন দে, মো: শফিক আহমদ সওদাগর, আজিজুর রহমান সওদাগর, মো : রিপন, গোলাম আজম শুক্কুর, সাইফুল আলম, এস্তফাজ ফকির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক প্রীতি কুসুম বড়ুয়া, কৃষক লীগ নেতা বদিউল আলম ও গোলাম কাদের প্রমুখ।