আব্দুর রকিব, সংবাদদাতা প্রতিনিধি: শ্রীনগরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পরে উপজেলা প্রজন্ম লীগের উদ্যোগে শ্রীনগর চক বাজার জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর।
উক্ত দোয়া মাহফিলে এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু। উপজেলা শ্রমিক লীগ নেতা স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর সিকদার, আওয়ামী লীগ নেতা সোনা মিয়া, লিটন মোল্লা, ইউনুছ মৃধা, মো. মহাসিন, মোয়াজ্জেম শেখ, শ্যামল মোল্লা, আবু স্ঈাদ মানু মৃধা, আলীনূর শেখ, জুয়েল বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, মুক্তিযোদ্ধা প্রযন্ম লীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেন রাতুল, সাধারণ সম্পাদক সাদিব ইসলাম শাওন, আওয়ামী ছাত্র পরিষদের সভাপতি অন্তর দত্ত, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, ছাত্রলীগ নেতা মো. ইভান প্রমুখ।