কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম : ১২০ টাকা দামের ইনজেকশান ২৫০ টাকা বিক্রির অভিযোগ পেয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে আজ।
উপজেলার ফতেয়াবাদ এক ফার্মেসীতে ক্রেতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০আগস্ট) বিকেলে সরেজমিনে যান ভাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
উপজেলা ফতেয়াবাদ এলাকায় আদর্শ ফার্মেসিতে গিয়ে তিনি দেখতে পান- ইঞ্জেকশনের প্যাকেটে মূল্য সংযুক্ত স্টিকারটি তুলে ফেলা হয়েছে। ক্রেতা থেকে অতিরিক্ত মূল্য গ্রহণের বিষয়টির অভিযোগ সত্য প্রমানিত হয়।ইনজেকশন ক্রয়ের কোন ভাউচারও দেখাতে পারেন নি বিক্রেতা। পরে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।