চকরিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা করোনা পরিস্থিতির আলোকে সংক্ষিপ্ত পরিসরে বুধবার ১৯আগস্ট বিকাল ৪টায় শহরের একটি চাইনীজ রেস্তোঁরা চত্ত্বরে সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাষ্টিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আবছার রিয়াদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আনসারুল ইসলাম বাবুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবদুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক নুরুল আবছার আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল আমিন এবং জাতীয়তাবাদী দল বিএনপিসহ অংগ ও সংযোগি সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।