1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনদুর্ভোগ চরমে খানাখন্দে ভরা বারইয়ারহাট-করেরহাট-শুভপুর সড়ক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

জনদুর্ভোগ চরমে খানাখন্দে ভরা বারইয়ারহাট-করেরহাট-শুভপুর সড়ক

মীরসরাই, চট্টগ্রাম থেকেঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৬০৭ বার

বারইয়ারহাট-করেরহাট-শুভপুর সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে দৈনিক শত শত যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানুষের ঢাকা যাতাযাতের মূল সড়ক এটি। এই সড়ক দিয়ে শান্তি পরিবহণ, শ্যামলী পরিবহণ, সৌদিয়া, এস আলম, হিল কিং, হিল বার্ডসহ বিভিন্ন দূর পাল্লা বাস সহ প্রায় সহস্রাধিক সিএনজি অটোরিক্সা, দিয়ে মানুষ চলাচল করে থাকে। কিন্তু সেই সড়কের বারইয়ারহাট থেকে শুভপুর সড়ক পর্যন্ত প্রায় স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। গর্তে পড়ে নিয়মিত বিকল হচ্ছে যানবাহন। ভোগান্তিতে পড়েছে গাড়ির চালক, যাত্রী ও সাধারণ মানুষ।
এদিকে গত ১১ আগস্ট (মঙ্গলবার) জাতীয় অথনৈতিক নির্বাহী কমিটি একনেকের সভায় বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণের জন্য ৮৪৫ কোটি ৫৩ লাখ টাকার অনুমোদন দেয়া হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, বারইয়ারহাট-করেরহাট-শুভপুর সড়কের মীরসরাই অংশের ৯ কিলোমিটারে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়নের বারইয়ারহাট রেলগেইট থেকে হিঙ্গুলী বাজার পর্যন্ত অংশে রয়েছে ৩ কিলোমিটার। এছাড়া অলিনগর রাস্তা মাথা থেকে করেরহাট বাজার পর্যন্ত রয়েছে ৩ কিলোমিটার। করেরহাট বাজার থেকে শুভপুর বাজার পর্যন্ত রয়েছে ৩ কিলোমিটার।
সরেজমিনে করেরহাট বাজারে গিয়ে দেখা যায়, করেরহাট বাজার থেকে শুভপুর ব্রীজ পর্যন্ত ৩ কিলোমিটারে অসংখ্য ছোট বড় গর্ত। এসব গর্তে পড়ে একাধিক বালু ও কাঠ বোঝাই ট্রাক বিকল হয়েছে বলে জানান স্থানীয়রা। অথচ করেরহাট বাজারে রয়েছে সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় কার্যালয়।

বারইয়ারহাট-রামগড় রোড় সিএনজি আটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া জানান, বারইয়াহাট-রামগড়-করেরহাটে দৈনিক ৩শত সিএনজি অটো রিক্সা চলাচলা করে থাকে। সড়কের গর্তে পড়ে গত এক সপ্তাহে অর্ধশত গাড়ি বিকল হয়েছে।
স্থানীয় শ্রমিক নেতা মো. ইউসূফ জানান, সড়কের গর্তের কারণে চালকের পাশাপাশি যাত্রীদের দূর্ভোগ বেড়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
রামগড় থেকে ঢাকাগামী শান্তি পরিবহণের যাত্রী অনিল ত্রিপুরা জানান, হঠাৎ ধাক্কা খেলে বুঝতে পারি করেরহাট বাজারে এসেছি। কারণ করেরহাট থেকে বারইয়ারহাট পর্যন্ত সড়কে অসংখ্য গর্ত।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, করেরহাট সড়ক ও জনপথ কার্যালয়ের এসওকে একাধিকবার সড়ক সংস্কারের বিষয়ে অবহিত করেও কোন কাজ হয়নি। তিনি দ্রুত সড়ক সংস্কারে উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি জানান, বারইয়ারহাট অংশে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম অফিসকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলি জুলফিকার আহম্মেদ জানান, অসংখ্য গর্ত সৃষ্ঠি হয়েছে এই কথা ঠিক নয়। বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের অনেক স্থানে ব্রীজের কাজ চলছে। সম্প্রতি বৃষ্টির কারণে যে গর্তগুলো সৃষ্টি হয়ে তা দুই এক দিনের মধ্যে সংস্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net