1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিচয় যখন তরবারিতে- মুজাহেদুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখাল বাংলাদেশ চৌদ্দগ্রামে হালচাষের সময় ট্রাক্টর উল্টে হেলপার নিহত ডাকসুতে নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক.. নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব নাঙ্গলকোটে দ্বীন শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী ( সঃ) পালিত সৈয়দপুরের কামারপুকুর ইউপি চেয়ারম্যানের দূর্নীতির তদন্ত ও বিচার চেয়ে ডিসির কাছে মেম্বারদের আবেদন  ডাকসু নির্বাচন : ত্রিমুখী লড়াইয়ের আভাস কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

পরিচয় যখন তরবারিতে- মুজাহেদুল ইসলাম

প্রতিনিধি রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬৩৬ বার

২৭ অগাস্ট বুধবার ২০১৪ সাল! হিজরি দিনপঞ্জি মতে সেই মাসটি ছিল হারাম মাস। হারাম মাস সমুহে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত ইত্যাদি বন্ধ ছিল প্রাক ইসলামি যুগ হতেই। এটি শুধু মুসলিমদের কাছে আবশ্যক ছিল তাই নয় মুশরিকদের কাছেও ছিল সমভাবে।

৬১ হিজরিতে এই হারাম মাসে কারবালার জমিনে যুদ্ধ বিগ্রহ, রক্তপাতের সুচনা করেছিল মুসলিমদের মত দেখতে মুখে দাড়ি, মাথায় পাগড়ি, শরিরে জুব্বা পরিহিত, কপালে নামাযের দাগ ওয়ালা কিছু মানুষরুপি হায়েনা। আযান, নামায সব ঠিক ছিল। কেবল পার্থক্য ছিল আহলে বায়তে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মহব্বতের স্থলে। এই মহব্বত একদিকে ৭২ জনের ছিল অপরদিকে হাজার হাজার জনের ছিলনা। তাই হাজার হাজার জন মানেই ইমানের পরিচয় নয় বরং আহলে বায়তে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ওয়ালা ৭২ জন মানেই ইমান।

সেদিন শাহাদাতে কারবালা, সৈয়দ্যুশ শোহাদা ইমামে আলী মকাম(রঃ) এর করা কিছু প্রশ্নের জবাব তারা দিতে পারেনি। হ্যাঁ, জবাব তারা দিয়েছিল তবে মুখে বা যুক্তির নিরিখে নয়। সত্য বা ন্যায়ের উপর ভিত্তি করে নয় বরং তরবারি, মিথ্যা ও জুলুমের উপর ভিত্তি করে! তারা ইতিহাসে এজিদি নামে পরিচিত।

আজো জুলুমের উদাহরণ দিতে মানুষ ‘এজিদি’ বিশেষণ ব্যবহার করে এজিদের প্রতি ঘৃণা ও হোসাইনের প্রতি ভালবাসা প্রকাশ করে।

হোসাইনি কাফেলার নির্ভিক সৈনিক শহিদ আল্লামা নুরুল ইসলাম ফারুকির (রাঃ) কোরআন হাদিসের আলোকে করা প্রশ্নের জবাব দিতে না পেরে এজিদের যোগ্যতম উত্তরসুরি হিসেবে পরিচয়টা স্পষ্ট করতে তারা বেছে নিয়েছে হারাম মাসকে। আরো যোগ্য বংশধর পরিচয় দিতে তারা প্রশ্নের উত্তরের বিপরিতে হাতে তুলে নিয়েছে তরবারি, বেছে নিয়েছে অন্যায় ও জুলুমের পথ। শহিদ করে দিয়েছে ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম দিকপাল আল্লামা ফারুকি(রাঃ)কে।

যুগে যুগে এভাবেই হোসাইনি আর এজিদি পরিচয় ফুটে উঠে মুসলিম মিল্লাতের কাছে।

আজ একদিকে মহররম হোসাইনি কাফেলার পবিত্র শাহাদাতের মাস অপর দিকে সেই কাফেলার অনুসারি আল্লামা ফারুকি রাঃ এর শাহাদৎ দিবস। এ শাহাদাতের বিচার করবে এ আশা করিনা। তবু দুনিয়াবি হাইসিয়াতের কারণে বিচার দাবি করছি। একটি কারণে, তারা বলবে “তোমরা তো বিচার দাবি করনি”! অপরদিকে কাল কেয়ামতের ময়দানে জুলুমের বিচার না চাওয়ার অপরাধে মহা বিচারকের আদলতের কাঠগড়ায় দাড়াতে হবে এ ভয়।

সৈয়দ্যুশ শোহাদা ইমামে আলী মকাম (রঃ) সহ কারবালার পবিত্র শহিদগণ ও তাদের যোগ্য উত্তরসূরি আল্লামা ফারুকি (রহঃ) যুগে যুগে আমাদের জিহাদি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net