কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : খালের স্রোতের সাথে ছেড়ে দিয়ে কাঠ পাচার চেষ্টাকালে দেড় লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া ফকির টিলার উত্তরে মন্দাকিনি খাল দিয়ে পাচার চেষ্টাকালে এই কাঠগুলো জব্দ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
ফেসবুক মেসেন্জারে তথ্য পেয়ে মঙ্গলবার (১৮আগস্ট) বিকেলে এই অভিযান চালানাকারী ইউএনও তথা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন- স্থানীয় কাঠচোরেরা বর্ষাকালকে সুযোগ হিসেবে নিয়ে চোরাই কাঠগুলো পানির স্রোতের সাথে ভাসিয়ে দেয়, এসময় ১৫৪ পিছ সেগুন কাঠ জব্দ করেন বলে জানান তিনি, যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।
তাঁর উপস্থিতি টের পেয়ে পার্শ্ববতী খালে ঝাপ দিয়ে চেরের দল পালিয়ে যায়’ বলে জানান তিনি।