লোহাগাড়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) স্থানীয় আল-আমিন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়হাতিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া রোনার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়ে যাচ্ছে। নেতাকর্মীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সহ সভাপতি ও জেলা পিপি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন উপ-দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মক্কা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।