স্ট্রাফ, মো:নুরউদ্দিন হোসেন:
হাঁস পালনের একমাত্র উদ্দেশ্য ছিলো দ্বীপ মনপুরার নিরীহ মানুষের কথা চিন্তা করে।
কারন মনপুরার মানুষ মাছের উপর নির্রভর শীল, বিশেষ করে ইলিশ মাছের।
যখন বর্ষা আসে তখন নদীতে ভরপুর মাছ পড়ে।
আর যখন বর্ষা শেষ হয় তখন নদীতে মাছ পাওয়া যায় না।
তখন মানুষ বাজার থেকে বয়লার জাতের মুরগী ও মুরগীর ডিম খাবার হিসাবে খাই।
আর অনেক সময় দেখা যায়, ডিম ও মুরগীর দাম অনেক বেড়ে গেছে, তখন মানুষ তাও কিনতে পারেনা।
তাই মনপুরার ছেলে সহেল হাওলাদার খাকি জাতের হাঁস পালন করেন ডিম ও গোস্তর জন্য।
যাতে কমদামে দ্রুত ডিম এবং গোস্ত সহজে পায়।
আর পাশা পাশি নিজের কিছু ইনকাম যেন হয়, সব দিক বিবেচনা করে, সহেল হাং নিজের বাড়িতে তার খাকি জাতের হাঁসের খামারটি তৈরি করেন।
আর এই হাঁস পালনের জন্য তার পূর্বের অভিগতা ছিল।
ভোলা মনপুরা বিশেষ করে বর্ষার দিকে নদীর পানিতে প্লাবিত হয়।
আর মেঘনার বুকে ভাসমান এই দেশ মনপরা।
মেঘনা মনপুরার চার পাশ গ্রাস করে আছে।
অনেক সময় দেখা যায় লঞ্চ বা স্ট্রিমার ও জাহাজ অতিরিক্ত বনার কারনে ৫-৬ দিন ও আসতে পারেনা জাহাজ গুলো।
তখন মনপুরাতে বাজার থেকে কিনা দ্রব্যর সংকট দেখা দেয়,
তার কারনে খাকি জাতের হাঁস পালনের খামার চালু করার পরিকল্পনা করে সহেল হাং।