1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে এক মেম্বারের বিরুদ্ধে ত্রিপুরা মহিলাকে মারধরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

ফটিকছড়িতে এক মেম্বারের বিরুদ্ধে ত্রিপুরা মহিলাকে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫৬৬ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির ভূজপুর থানাধীন নারায়ানহাট ইউনিয়নের এক মেম্বারের বিরুদ্ধে ত্রিপুরা এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উক্ত ইউপির পশ্চিম চাদঁপুর কনারাম ত্রিপুরার মেয়ে কসমতি ত্রিপুরা ৭নং ওয়ার্ডের আবুল মনসুর মুছা মেম্বারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগটি করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মেম্বার তাকে ৩০কেজি চাউলের একটি কার্ড করে দেয়। উক্ত কার্ড দিয়ে তিনি ৮ মাসের চাউল পেলেও বাকী চাউল তার টিপসই নিয়ে মেম্বার তুলে নেয়। এছাড়াও উক্ত মহিলার স্বামী না থাকায় মেম্বার তাকে স্ত্রী দাবী করে মারধর করাসহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে বলেও জানান তিনি।

এদিকে অভিযুক্ত আবুল মনসুর মুছা মেম্বারের কাছে জানতে চাইলে তিনি ধর্মান্তর সংক্রান্ত হলফনামা ও বিবাহ সংক্রান্ত যৌথ হলফনামা দেখিয়ে কসমতি ত্রিপুরাকে তার স্ত্রী দাবী করে। তবে বিবাহের কোন কাবিননামা দেখাতে পারেননি তিনি। এছাড়াও এসব ইউপি চেয়ারম্যানের যোগসাজুশে তাকে ফাসাঁনোর জন্য করা হচ্ছে বলে তিনি জানান।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net