আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
শ্রীনগরে ছেলেদের মারধরে বৃদ্ধ মা-
বাবাসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। গত কাল শুক্রবার রাত সারে ১০ টার
দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর গ্রামে এ ঘটনা ঘটে। ভ‚ক্তভোগী
পরিবারের সদস্য অভিযোগ কারী মকবুল বয়াতীর ছেলে হাইয়ুম বয়াতী(৩৫) বলেন,
আমার বড় ভাই কাইয়ুম (৪০) ও ছোট ভাই নূরুজ্জামান(৩২) মা-বাবাকে ভরণ পোষন
না দেওয়ায় তারা আমার সংসারে থাকেন। শুক্রবার সকাল সারে ৮ টার দিকে হাঁস-
মুরগীর বিছা ঝাড় দেয়া নিয়ে আমার বৃদ্ধ মা জহুরা বেগম (৬৭) এর সাথে ছোট
ভাইয়ের স্ত্রী সেফালী(৪৫) এর সাথে ঝগড়া হয়। ছোট ভাই ঝগড়ার বিষয়ে বড় ভাইকে লল
জানালে, পাশের ঘরে থাকা বড় ভাই কাইয়ুম আমার ঘরের বিদ্যুতের তার কেটে দেয়। এ
নিয়ে মা-বাবা ও বড় ভাইয়ের সাথে ঝগড়ার একপর্যায়ে বড় ভাই ও ছোট ভাই
নূরুজ্জামান (৩২) মা-বাবাকে মার ধর করে। এ ঘটনায় আমি বাদি হয়ে শ্রীনগর
থানায় একটি অভিযোগ করে বাড়ি ফিরে যাই।অভিযোগের খবর পেয়ে রাতে আমার
বড় ভাই কাইয়ুম ও তার স্ত্রী তাসলিমা, ছোট ভাই নূরুজ্জামান ও তার স্ত্রী সেফালী
আমার ঘরে প্রবেশ করে বৃদ্ধ মা-বাবাসহ আমি ও আমার স্ত্রীকে বেধর মার ধর করে
মারাত্বক আহত করে। স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় আমাদের শ্রীনগর স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যপারে কাইয়ুমের কাছে জানতে চাইলে তিনি
বলেন,উভয়ের মধ্যে মারামারি হয়েছে। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ
মোঃ হেদায়াতুল ইসলাম ভ‚ঞা’র কাছে জানতে চাইলে তিনি এস.আই
মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন, মোস্তাফিজুর রহমানের
কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা
নেয়া হবে।