গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দীর্ঘ ১৯ বছর পর প্রভাংশু হত্যা মামলার
আসামী সুধীর কুমার গৌতম, দেবাশীষ বিশারদ গ্রেফতার হয়েছে।
বাকী আসামী সুশীল দাসের গ্রেফতারসহ তিন জনের ফাঁসির
দাবিতে মানববন্ধন করেছে কোটালীপাড়াবাসী।
সোমবার দুপুর ২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ
মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন হিরম্ময় বিশ্বাস, সাগর বিশ্বাস, সুশিল
বিশ্বাস, প্রমানন্দ বিশ্বাস প্রমূখ।
উল্লেখ্য প্রভাংশু কোলালীপাড়ায় সিকির বাজার ঔষধের দোকানের কর্মচারি
ছিলেন। ২০০১ সালের ১৫ মার্চ রাতে দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায়
গভীর রাতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
সে কোটালীপাড়া ভূতেরবাড়ী গ্রামের প্রেমানন্দ বিশ্বাসের ছেলে।