কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের জনপ্রিয় এবং যাত্রীবহুল রুট চট্টগ্রাম-নাজিরহাট লাইনের ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে ১৬ সেপ্টেম্বর বুধবার থেকে। করোনাভাইরাস প্রাদূর্ভাব দেখা দেয়ার দরুন সারাদেশের ন্যায় এরুটেও ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে। সরকার সম্প্রতি ধীরে ধীরে অন্যান্য যানবাহনের মতো যাত্রীদের সুবিধার্থে ট্রেন চলাচল পূণরায় চালু করে দিচ্ছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত্ব নির্দেশনা সম্বলিত স্বাস্থবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) কতৃপক্ষের সিদ্ধান্তের আলোকে নাজিরহাট লাইনে প্রথম দফায় দুই জোড়া ডেমু ট্রেন ১৬ সেপ্টেম্বর থেকে চালু করা হচ্ছে।
যা চলাচলসূচী নিম্নরুপ→ ডেমুটি ভোর-৬.৪৫ মিনিটে চট্টগ্রাম ছেড়ে
নাজিরহাট পৌঁছবে সকাল ৮ টায়।
আর সকাল ৯.১৫ মিনিটে নাজিরহাট ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে সকাল ১০.৩০ মিনিটে।
অপর ডেমু ট্রেনটি
সন্ধ্যা ৬.৪৫ মিনিটে চট্টগ্রাম ছেড়ে
নাজিরহাট পৌঁছবে রাত ৮ টায়।
আর রাত ৮.৩০ মিনিটে নাজিরহাট ছেড়ে
চট্টগ্রাম পৌঁছবে রাত ৯.৪৫ মিনিটে।