বাঁশখালী প্রতিনিধিঃ
পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড’ বাঁশখালী উপজেলা শাখা এর উদ্যোগে ব্যবসায়িক কর্মশালা ও গ্রাহকদের মাঝে বীমা দলিল হস্তান্তর অনুষ্ঠান পৌরসভার লক্ষিপ্লাজায় রয়েল হান্ডি হলরুমে সম্পন্ন হয়েছে।
পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর বাঁশখালী শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড অফিস ইনচার্জ মাহমুদা খানমের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিনিয়র জেনারেল ম্যানেজার ও জোনাল হেড কোয়ার্টার শেখ মুহাম্মদ। বিশেষ অথিতি ছিলেন সাংবাদিক মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, জেনারেল ম্যানেজার নুর মুহাম্মদ আজাদ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে বেশ কয়েকজন বীমা গ্রাহকদের মাঝে কোম্পানীর বীমা দলিল বিতরণ করা হয়।