শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজার সামনে মঙ্গলবার দুপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নুরী বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নুরী বেগম উপজেলার পিরোজপুর এলাকার নায়েব আলীর স্ত্রী।
কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই নাসিম জানান, সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার সামনের মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি দ্রুতগামী বাস নুরী বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।