সেলিম উদ্দীন,কক্সবাজার।
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিটি ইজ পাওয়ার কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে।
নতুন অফিস বাঁশকাটা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত ফাইনাল খেলা উদ্ধোধক হিসাবে ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম।
ইউনিটি ইজ পাওয়ার এর সভাপতি ছৈয়দ মোহাম্মদ তামিমের সভাপতিত্বে সাকলাইন মোস্তাক ও বেলালের যৌথ সঞ্চালনায় টুর্নামেন্টে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন কউক চেয়ারম্যান লে কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,সদর উপজেলা আ’লীগ উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ কোম্পানী, ইসলামপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক
শাহ জাহান চৌধুরী, সহ সভাপতি সাবেক মেম্বার ছৈয়দ আলম, বৃহত্তর ঈদগাঁহর সমাজ সেবক হুমায়ুন করিম সিকদার,
ঈদগাঁহ কলেজের প্রভাষক
আব্দুল হামিদ, ইসলামপুর প্যানেল চেয়ারম্যান
নুরুল আলম, মেম্বার জসিম উদ্দিন, বাযুকিস সভাপতি বশির, ইসলামপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি করিম, সদর যুবলীগ সহ সভাপতি মিজানুর রহমান ও
দেলোয়ার হোসেন মিন্টু প্রমুখ।
এসময় আয়োজক কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ,সদস্য সচিব তাফসির, যুগ্ম-সচিব জহিরুল, কবির, সদস্য যথাক্রমে কালাম,অভি,শহিদু,সানি,এ্যানি,ছৈয়দুল,মিজান,বোরহান,জারিফ,রিফাত,আব্দুর রহমান,ওয়াহিদ,কাউছার,আলী,রিয়াজ,রোমান,সাজ্জাদ,সাইফুল,কাজল,আব্দু সালামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ইসলামাবাদ গজালিয়া যুক্ত বাংলা ক্লাব বনাম মরহুম রাশেদ স্মৃতি সংসদ খোদাই বাড়ি।
ট্রাইবেকারে গজালিয়া (৫) ও খোদাইবাড়ি (৬) গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ছৈয়দ করিম, সহকারী হিসাবে ছিলেন আহমদ কবির,আব্দুল মজিদ,আবুল কাসেম।