সেলিম উদ্দীন,কক্সবাজার।
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত প্রাকৃতিক জলাধার নাশী খালের দুষণ,দখল ও ভরাট প্রতিরোধ এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে
নাশী খালের পরিকল্পিত, টেকসই ও বহুমাত্রিক উন্নয়নের লক্ষে স্থানীয় সচেতন জনসাধারণের সমন্বিত উদ্যোগে গঠিত হয়েছে ঈদগাঁহ নাশী খাল সংরক্ষণ ও উন্নয়ন সমন্বয় কমিটি।
নাশী খাল রক্ষার দাবিতে ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় ঈদগাঁহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঈদগাঁহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলমের সভাপতিত্বে ও সাংবাদিক কাফি আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঈদগাঁহ আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম রেজা, বিশিষ্ট ব্যাংকার রমজানুল আলম,
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রিয় কমিটির আজাদ মনসুর, সমাজকর্মী মু. নুরুচ্ছাফা প্রমুখ।
সভায় বক্তারা নাশী খালের ঐতিহাসিক ও প্রাকৃতিক গুরুত্ব উপলব্ধি করে মরণাপন্ন এই খালকে বাঁচাতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানান।
সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে নাশী খালকে ঢাকার হাতির ঝিলের মত পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মত দেন অনেকে।
এছাড়া নাশী খালের দখল,দূষণ,ভরাট প্রতিরোধ ও উন্নয়নে সচেতনতা সৃষ্টি করা।
নাশী খালের প্রাকৃতিক অবস্থা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে
এই খালের উপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করা।
বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্যের অভয়ারণ্য নাশী খালকে খনন ও সংস্কারের মাধ্যমে পুণরায় দেশীয় মাছের প্রজননক্ষেত্র ও অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা।
বোরো মৌসুমে নাশী খালের দুপাশের আনুমাণিক ২হাজার হেক্টর কৃষিজমিতে পানি সেচ কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা
ও সহযোগিতা করা।
নাশী খালকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের “মাস্টারপ্লান’ অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করা।
ভরাট ও বেদখল হওয়া নাশী খালের জমি পুণরুদ্ধার, ড্রেজিংয়ের মাধ্যমে এর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা।
দরগাহপাড়া পয়েণ্ট থেকে কালিরছড়া খাল পর্যন্ত নাশী খালের দু’পাশে টেকসই ও পরিকল্পিত বেঁড়িবাধ ও প্রশস্ত রাস্তা নিমার্ণ, বনায়নসহ প্রস্তাবিত এলাকাকে পর্যটন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনসাধারণকে ঐক্যবদ্ধকরণ,সরকারের যথাযথ দপ্তরে যোগাযোগ রক্ষা করা।
নাশী খালের অভ্যন্তরে ময়লা-আবর্জনা বা বর্জ্যপদার্থ ফেলা এবং যেকোন ধরণের ভরাট কার্যক্রম প্রতিরোধে ভলান্টিয়ারী মনিটরিং টীম গঠনের মাধ্যমে সার্বক্ষণিক টহল ও পর্যবেক্ষণ নিশ্চিত করা।
প্রতিবেশ সংকটাপন্ন অবস্থা থেকে “নাশি খাল ও তৎসংশ্লিষ্ট পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্রতা রক্ষা করতে বিভিন্ন সামাজিক কর্মসূচীর মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা।
স্বেচ্ছাসেবার মাধ্যমে নাশি খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
খননের মাধ্যমে নাশীখালকে কালিরছড়া খালের সাথে সংযুক্ত করে বিকল্প নৌপথ সৃষ্টি করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রক্ষা করা।
এই ১১ দফা লক্ষ্য অর্জনে কমিটি সবসময় অংগীকারাবদ্ধ থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম ইউপি নূরুল হক,এমইউপি বজলুর রশীদ, মৌঃ মঞ্জুর আলম, মাষ্টার মমতাজ আহমদ, মাষ্টার আব্দুস সালাম,মাষ্টার হারুনর রশীদ,জয়নাল আবেদীন,ছৈয়দুল হক,দিল মোহাম্মদ, ফরিদুল আলম,মু. শাহজাহান,আবুল কালাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ঈদগাঁহ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আলহাজ্ব ছৈয়দ আলমকে সভাপতি এবং সাংবাদিক কাফি আনোয়ারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।