1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহর শিশু আবিদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, সহায়তার আবেদন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে তিন সহদরের দাদন বা সুদি কারবারের যাঁতাকলে সর্বস্বান্ত শত শত পরিবার  শহীদ ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা ঢাকা কলেজে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এনসিপি’র পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় উদ্বেগ মির্জা ফখরুলের ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দলের কোনোটি ‘উত্তীর্ণ’ হয়নি ৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ

ঈদগাঁহর শিশু আবিদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, সহায়তার আবেদন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৭ বার

৪ বৎসরের শিশু আবিদ।পৃথিবীর রংরুপ গন্ধ বুঝে উঠার আগেই নিষ্পাপ শরীরের বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার।

আবিদের পুরো নাম আবু ওবাইদ আবিদ।
আবিদ (৪) কক্সবাজার সদরের ঈদগাঁহ জালালাবাদ ইউনিয়নের ফরাজীপাড়া গ্রামের মৌলভী নাসির উদ্দীন ও মনোয়ারা বেগমের কনিষ্ঠ ছেলে।

বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটো এন্ড অনকোলজি বিভাগে চিকিৎসাধীন।

মরণব্যাধি এই লিউকোমিয়া রোগের চিকিৎসা নিতে মধ্যবিত্ত ঘরের পিতা মৌঃ নাসির উদ্দীন ইতোমধ্যেই সর্বস্ব উজাড় করেছে।

ব্যয়বহুল এই রোগের চিকিৎসা ব্যয় মেটানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
নিষ্পাপ আবিদের চোখে মুখে বেঁচে থাকার আকুল আকুতি।

সজল চোখে বাবার কাছে জানতে চায়, বাবা আমি কবে ভাল হবো? কবে ঘরে যাব? ছেলের এই ব্যাকুল প্রশ্ন শুনে মা মনোয়ারার আহাজারিতে ভারী হয়ে উঠে ঢাকা মেডিক্যাল কলেজের বারান্দা।

আবিদের চিকিৎসায় কর্তব্যরত ডাক্তার বলেছেন সঠিক চিকিৎসায় এই রোগ সেরে যাবে।

মধ্যবিত্ত পরিবারের পিতা নাসিরের পক্ষে এই চিকিৎসাব্যয় মেটানো আদৌ সম্ভব নয়।

তবে কি জীবনযুদ্ধে নিভে যাবে একটি নিষ্পাপ প্রদীপের আলো? আবিদ কি ফিরে যেতে পারবে না তার উঠানে?

যে মাটির ধূলি লেপ্টে হাঁটতে শিখেছে আবিদ, সেই মাটি কি চির মমতায় আপন করে নেবে আবিদকে?

আবিদের বেঁচে থাকার আকুল আবেদনে ইতোমধ্যে নিকট আত্মীয়স্বজনরা সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে।

এই অর্থ সাহায্য কিছুটা হলেও আশাহীনের মাঝে জাগিয়েছে প্রাণস্পন্দন।

এগিয়ে আসা এই হাতগুলিকে শক্তিশালী করতে আসুন হাত বাড়িয়ে দিই।

আপনার আমার ঘরে লক্ষ আবিদ খেলছে দোলছে, অন্ততঃ এদের দিকে তাকিয়ে আসুন আমরা সহৃদয়ে এগিয়ে যাই।

মরণঘাতি লিকোমিয়ায় আক্রান্ত আবিদ বাঁচামরার যুদ্ধে। এই যুদ্ধে কে হারে বা কে জিতে? সেটা অদৃষ্টের হাতে।

তবু সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন প্রাণ বাঁচাতে একমুঠো সহানুভুতি সহমর্মিতা দিয়ে আমরা কি আবদ্ধ হতে পারিনা?
এই সহানুভুতিটুকুই হয়তো হতে পারে জীবনের শ্রেষ্ঠ পাথেয়।

অর্থ সহায়তা পাঠাতে পারেন
ইসমত আরা আকতার
একাউন্টঃ ১১৫-১৫৭-০০১৬৪৭৯
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
বিকাশঃ ০১৯১১-২০৬১৯১

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net