তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি ও ভাতিজার মৃত্যু হয়েছে। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামের মজনু মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৪৫) ও নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১৮)। সম্পর্কে তারা চাচি-ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে জিআই তারের সাথে বিদ্যুতের তার লাগানো ছিল। রাসেল উঠানে কাজ করার সময় তারে জড়িয়ে পড়ে। এ সময় চাচি নাজমা আক্তার তাকে বাঁচাতে গেলে তিনিও আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।