শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানার তিনতলা বিশিষ্ট ভবনের প্রথম তলার ছাদ ঢালাই’র শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ১৮সেপ্টেম্বর বেলা ১১টায় স্থানীয় আমজাদিয়া জামে মসজিদ মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগি ও দানবীর হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি দোয়াপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যও রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল ও পুর্ব বড়ভেওলা ইউপির চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল।
এসময় স্থানীয় আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন সিকদার, সম্পাদক আশরাফ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি ফজলুল কাদের, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নাছির উদ্দিন নোবেল, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগ নেতা সামসুল আলম, আজিজুর রহিম, স্থানীয় এমইউপি কফিল উদ্দিন, বাহাদুর আলম, এতিমখানার পরিচালক মাওলানা মোসলেহ উদ্দিন কাদেরী, কোষাধ্যক্ষ হাফেজ আহমদ হোসেন, নির্বাহী সদস্য রুহুল আমিন টুক্কু, হাফেজ মাওলানা রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ ৩তলা বিশিষ্ট ভবনের ১ম তলার ছাদ ঢালাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতে অংশ নেন।