জেলা বার্তা পরিবেশক,নওগাঁ
নওগাঁর ধামইরহাটে জগন্নাথপুর আত্রাই নদীর ঘাটে পানিতে খেলতে গিয়ে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শিশু জিহান হোসেন তার জমজ ভাইকে সাথে নিয়ে নদীর পানিতে কলার গাছ দিয়ে ভেলা বানিয়ে খেলতে যায়। খেলার ছলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। নিহত জিহান হোসেন উপজেলার আড়ানগর ইউনিয়নের সিঙ্গারুল গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,গত দুই দিন পূর্বে জিহান হোসেন ও তার জমজ ভাই রিয়াদ হোসেনকে নিয়ে তার পরিবার ভড়িগ্নপতি আমজাদ হোসেনের চৌঘাট জগন্নাথপুর গ্রামের বাড়ীতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে দুই ভাই পৃথক দুটি কলার গাছ নিয়ে আত্রাই নদীর জগন্নাথপুর ঘাটে ভেলা (ভুড়া) বানিয়ে নদীতে খেলছিল। এক সময় জিহান হোসেন কলার গাছ থেকে পড়ে পানিতে ডুবে যায়। তাৎক্ষনিক অপর ভাই রিয়াদ হোসেন চিৎকার ও কান্নাকাটি করতে থাকে। এরপর থানা পুলিশের সহায়তায় গ্রামের লোকজন ও নজিপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল অনেক খোঁজাখুজির পর তার লাশ উদ্ধার করতে পারেনি।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,শিশুটির লাশ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।